পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) এই ঘোষণা দেয় উত্তর আমেরিকার এই দেশটি। খবর রয়টার্সের।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, নির্বাহী আদেশের মাধ্যমে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এবং তিনটি সংস্থার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মূলত “গণবিধ্বংসী অস্ত্র এবং তাদের সরবরাহের উপায়গুলোকে লক্ষ্য করে” এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশটির এমন নিষেধাজ্ঞার পদক্ষেপকে "দুর্ভাগ্যজনক ও পক্ষপাতদুষ্ট" বলে উল্লেখ করেছে পাকিস্তান সরকার।

বিজ্ঞাপন

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ "দুর্ভাগ্যজনক ও পক্ষপাতদুষ্ট"। এছাড়া "সামরিক অসামঞ্জস্যকে জোরদার করার লক্ষ্যে" এই নিষেধাজ্ঞা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষতি করবে।

এই নিষেধাজ্ঞা পারমানবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে দেশটির প্রতিদ্বন্দ্বিতার একটি স্পষ্ট বার্তা উল্লেখ করে মন্ত্রণালয়।  

মিলার বলেছেন, “উদ্বেগের বিস্তার এবং সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের বিরুদ্ধে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।”