মসজিদে হারামের আশেপাশে তামাকদ্রব্য বিক্রি নিষিদ্ধ

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মক্কা নগরী, ছবি: সংগৃহীত

মক্কা নগরী, ছবি: সংগৃহীত

মক্কার মসজিদে হারামের আশেপাশে সব ধরনের তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মক্কা পৌরসভার মুখপাত্র ওসামা জাইতুনির সূত্রে আরব নিউজ জানিয়েছে, মসজিদে হারামের আশেপাশে তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

পৌরসভার মুখপাত্র আরও বলেন, তামাকজাত দ্রব্য বিক্রি সংক্রান্ত নতুন নিয়ম অনুযায়ী পবিত্র নগরীর কেন্দ্রীয় এলাকার কোনো দোকান বা সুপারস্টোরে তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, কেন্দ্রীয় এলাকার কোনো দোকানে তামাকজাত দ্রব্য বিক্রির জন্য পৌরসভার পক্ষ থেকে কোনো পারমিট জারি করা হয়নি। মক্কার অন্যান্য অঞ্চল, যা কেন্দ্রীয় এলাকার সীমানার বাইরে রয়েছে, তামাকজাত দ্রব্য বিক্রির জন্য বিধিবিধান নির্ধারণ করা হয়েছে, যার অধীনে ১০০ বর্গমিটারের কম আয়তনের দোকানের অনুমতি রয়েছে। সিগারেট ইত্যাদি বিক্রি করতে।

সিগারেট বা তামাকজাত দ্রব্য বিক্রির জন্য ১০০ বর্গমিটারের বেশি এলাকাসহ দোকান বা সুপারস্টোরগুলোকে তামাকজাত দ্রব্যের জন্য একটি স্থান নির্ধারণ করতে হবে এবং সেগুলো প্রদর্শন করা যাবে না এবং ধূমপানের ক্ষতিসমূহ স্পষ্টভাবে তালিকাভুক্ত করতে হবে।

বিজ্ঞাপন

এর আগে ২০১০ সালে পবিত্র নগরী মক্কা ও মদিনাকে সম্পূর্ণভাবে ধূমপানমুক্ত ঘোষণার উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগের অংশ হিসেবে মক্কায় পবিত্র কাবা ও মদিনায় মসজিদে নববির ৫ কিলোমিটারের মধ্যে তামাক ও তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়। বিভিন্নস্থানে বসানো হয়, সচেতনতামূলক বিশাল বিশাল বিলবোর্ড ও পোস্টার।

সম্প্রতি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় মক্কা ও মদিনায় ধূমপানবিরোধী প্রচারণা জোরালো করেছে। মন্ত্রণালয় ওই দুই নগরীকে ধূমপানমুক্ত করতে চায়।

মক্কায় ধূমপান বিরোধী প্রচারণার অংশ হিসেবে দুই নগরীতে ধূমপানের বিরোধিতা করে ফতোয়া দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে এ সংক্রান্ত সতর্কবাণী প্রদর্শন করা হচ্ছে। বাসের গায়ে পোস্টার দেওয়া হয়েছে। স্কাউটস ও স্বাস্থ্যকর্মীরা দলে দলে ভাগ হয়ে কাবা শরিফের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ধূমপানকে বাজে অভ্যাস আখ্যা দিয়ে এর স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরছেন।

অনেকের মতে, ধূমপান ত্যাগের আদর্শ স্থান হলো- মক্কা শরিফ। প্রতি বছর ধূমপানের কারণে বিশ্বে ৫০ লাখ মানুষ মারা যায়। তার মধ্যে ১০ লাখই মুসলমান। এর কারণ, তাদের অপচয়কারী জীবনযাপন এবং ধূমপানের ক্ষতি সম্পর্কে অবজ্ঞা।