আল্লামা সুলতান যওক নদভী মেধা ও শিক্ষাবৃত্তি চালু

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আল্লামা সুলতান যওক নদভী মেধা ও শিক্ষাবৃত্তি চালু, ছবি: সংগৃহীত

আল্লামা সুলতান যওক নদভী মেধা ও শিক্ষাবৃত্তি চালু, ছবি: সংগৃহীত

দেশের বিশিষ্ট আলেম, চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও আরবি ভাষাবিদ আল্লামা সুলতান যওক নদভীর নামে বৃত্তি চালু করা হয়েছে। এ বছর থেকে সে বৃত্তি প্রদান শুরু হয়েছে।

‘আল্লামা সুলতান যওক নদভী মেধা ও শিক্ষাবৃত্তি’র নামে চালু করা কার্যক্রমের উদ্যোগ ও ব্যবস্থাপনায় রয়েছে জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার প্রাক্তন ছাত্ররা।

বিজ্ঞাপন

জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া প্রাক্তন ছাত্র পরিষদের গঠনতন্ত্রে ‘শিক্ষা কর্মসূচির আওতায় জামেয়ার ভেতরে ও বাইরে মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যত বিনির্মাণে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান, কৃতি ছাত্র সংবর্ধনা, অসচ্ছল, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান এবং শিক্ষা উপকরণ সরবরাহ করা’র বিধান রয়েছে।

গঠনতন্ত্রের সেই ধারার আলোকে পরিষদ শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে জামেয়ার ২ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাজীবন শেষ করা পর্যন্ত বৃত্তি প্রদানের নিমিত্তে (জামেয়ার প্রাক্তন গ্র্যাজুয়েট মাওলানা আফফান বিন ওসমানের অনুদানে) পরিষদের তত্ত্বাবধানে এ দাতব্য শিক্ষাবৃত্তি তহবিল গঠন করা হয়। ভবিষ্যতে তহবিল বৃদ্ধি এবং আরও বড় পরিসরে বৃত্তির আওতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ ডিসেম্বর) শিক্ষাবৃত্তির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন পরিষদের প্রধান উপদেষ্টা ও জামেয়া প্রধান আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও জামেয়ার উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল। অনুষ্ঠানে পরিষদের সভাপতি মাওলানা সাইফুল্লাহ মাদানি সভাপতিত্ব করেন।

এ সময় অন্যান্যদের মাঝে পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আফীফ ফুরকান মাদানি, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফুরকান হুসাইন, অর্থ সম্পাদক মাওলানা হামেদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মুজিব, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হালিম ও মাওলানা আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলবে এবং আদর্শ সমাজ বিনির্মাণ এবং ইসলামি শিক্ষার প্রচার-প্রসারে ব্যাপক ভূমিকা রাখবে।