হেরা গুহায় যেতে ক্যাবল কার নির্মাণের পরিকল্পনা

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হেরা গুহার পথ, ছবি: সংগৃহীত

হেরা গুহার পথ, ছবি: সংগৃহীত

৬৪২ মিটার উঁচু জাবালে নুর বা নুর পাহাড়ের চূড়ায় অবস্থিত হেরা গুহা। ইসলামের ইতিহাসে নুর পর্বতের ঐতিহাসিক মূল্য রয়েছে।

এটি পবিত্র কাবাঘর থেকে ৪ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। এখানেই নবী মুহাম্মদ (সা.)-এর কাছে হজরত জিবরাইল (আ.)-এর মাধ্যমে প্রথম অহি এসেছিল। অহি আসা শুরুর আগে দীর্ঘ সময় তিনি জনবিচ্ছিন্ন হয়ে এই গুহায় এসে ইবাদতে মগ্ন থাকতেন।

বিজ্ঞাপন

গুহাটি খুবই ছোট, এর দৈর্ঘ্য হচ্ছে চার গজ এবং প্রস্থ পৌনে দুই গজ। এর নীচ দিকটা তেমন গভীর নয়। এখানে একসঙ্গে ৪-৫ জন মানুষ বসতে পারে।

জায়গাটি ইতিহাসে হেরা পর্বত নামে পরিচিত হলেও পরবর্তী সময়ে এর নাম জাবালে নুর বা আলোর পর্বত করা হয়। কারণ এখানেই পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল, যার মাধ্যমে পুরো পৃথিবী আলোকিত হয়েছিল।

বিজ্ঞাপন

হেরা গুহা দেখতে মানুষের আগ্রহের শেষ নেই। কিন্তু সেখানে ওঠা খুব সহজ নয়। পাহাড়টি দেখতে উটের কুঁজের মতো। পাহাড়টিতে অনেকগুলো খাড়া ঢাল রয়েছে। যেখানে ওঠতে শক্তিশালী ও সামর্থবান মানুষের প্রায় ১ ঘণ্টারও বেশি সময় লেগে যায়। প্রায় ১০০০ ফুট উচ্চতার ভয়ংকর পথ পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় ওঠতে বেশ কয়েকবার বিশ্রাম নিতে হয়।

সমতল ভূমি থেকে পাহাড়ের ওপরের দিকে প্রায় ২০০ থেকে ২৫০ ফুট পথ গাড়িতে যাওয়া যায়। সেখান থেকে ৮৯০ ফুট উচ্চতায় হেরা গুহা অবস্থিত। হেরা গুহায় যেতে আরও প্রায় ১০০ ফুট রাস্তা পাড়ি দিতে হয়।

হেরা গুহার পথে দর্শনার্থীরা, ছবি: সংগৃহীত

কেননা পাহাড়ের চূড়া থেকে বিপরীত দিকে একটু নিচে অবস্থিত হেরা গুহায় যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ। হেরা গুহাটি পাহাড়ের সর্বোচ্চ চুড়ায় না হলেও সেখানে যেতে হলে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠতে হয়। সেখানে ওঠা ছাড়া হেরা গুহায় যাওয়ার কোনো বিকল্প পথ নেই।

পবিত্র হজ ও উমার পালনকারীরা নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত এ পাহাড় ও গুহা দেখতে যায়। এবার সেখানে যাওয়া সহজ করতে ক্যাবল কার সিস্টেম চালু করতে যাচ্ছে সৌদি আরব। যেন মানুষ আরও সহজে সেখানে যেতে পারে। সৌদি আরবের আশা ২০২৫ সাল নাগাদ এই সেবা চালু হবে।

হেরা গুহা যেখানে অবস্থিত সেটিকে সাংস্কৃতিক বিভাগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সৌদি সরকার। ক্যাবল কার সিস্টেম তৈরির বিষয়টি এই পরিকল্পনারই অংশ।