ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান কারাগারে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মতিউর রহমান

মতিউর রহমান

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে রাজধানীর ভাটারা থানায় করা অস্ত্র আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক রুবেল মিয়া তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৫ জানুয়ারি মতিউরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

বিজ্ঞাপন

গত ১৪ জানুয়ারি মতিউর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার বাসায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। এ ঘটনায় ডিবির এসআই বেলাল হোসেন ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন।

মতিউর রহমানের সঙ্গে তার স্ত্রী লায়লা কানিজকেও গ্রেফতার করা হয়। গত ১৫ জানুয়ারি দুদকের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। রোববার তার সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।