চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

মদপানে অসুস্থ হয়ে একজনের মৃত্যু/ছবি: সংগৃহীত

মদপানে অসুস্থ হয়ে একজনের মৃত্যু/ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদপানে সুভাষ সরদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সুভাষ সরদার চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার মিণ্টু সরদারের ছেলে। 

শুক্রবার (১১ অক্টোবর) রাত দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী।

বিজ্ঞাপন

নিহত সুভাষ সরদারের জামাই পিণ্টু জানান, অতিরিক্ত মদপানের পর অসুস্থ হয়ে পড়লে বুধবার (৯ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, অতিরিক্ত মদপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সুভাষ নামের একজনের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।