এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক উৎসব

এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক উৎসব

‘যুক্তি দিয়ে মুক্ত করি সকল রুদ্ধদ্বার’ এই স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হলো সিলেট বিভাগীয় বিতর্ক উৎসব-২৪।

শুক্রবার (১ নভেম্বর) সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) আয়োজিত এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল গ্রীণ এক্সিম গ্লোবাল লিমিটেড, মোডা ইটালিয়ান, ইবনে সিনা হসপিটাল সিলেট। মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই, বার্তা ২৪, দৈনিক ইত্তেফাক এবং জাগো নিউজ।

এদিন সকাল ৯ টায় র‍্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়া পর একে একে স্কুল পর্যায়ের বাংলা ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়। সেখানে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং বর্ডারগার্ড বাংলাদেশ স্কুল ফাইনালে অংশগ্রহণ করে। বিজয়ী হয় বর্ডার গার্ড বাংলাদেশ স্কুল।

বিজ্ঞাপন

কলেজ পযার্য়ের বাংলা ফাইনাল বিতর্ক যেখানে অংশগ্রহণ করে এমসি কলেজ এবং সিলেট সরকারি কলেজ। বিজয়ী হয় সিলেট এমসি কলেজ। এছাড়াও কুইজ প্রতিযোগিতা, বাংলা বারোয়ারী বিতর্ক, ইংলিশ পাবলিক স্পিকিং, ইংরেজি সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা।

‘নতুন বাংলাদেশে আমিই সেরাদের সেরা’ শিরো নামে আঞ্চলিক বিতর্কে অংশগ্রহণ করে সিলেট, রংপুর, খুলনা, বরিশাল, নোয়াখালী ও যশোর জেলার প্রতিনিধিরা। এছাড়া অনুষ্ঠিত হয় দ্রোহের কেতন উড়িয়ে আমি বিপ্লবী রণতূর্য্য শিরোনামে প্লানচেট বিতর্ক। যেখানে প্রতিকীরূপে অংশগ্রহণ করে ২৪ এর গণআন্দোলনে শহীদ হওয়া মুগ্ধ, আবু সাঈদ, ইন্দিরা গান্ধী, মাইকেল জ্যাকশন, প্রীতিলতা এবং চে গুয়েভারা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দানবীর রাগীব আলী, ইবনে সিনার ম্যানেজার হামিদুর রহমান, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব, মহাসচিব আশিকুর রহমান আকাশ, সিলেট জোনের প্রধান জনাব খলিলুর রহমান।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন এক্সিম গ্লোবাল লিমিটেড-এর পরিচালক (অর্থ) ভাস্কর নাজম,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির খান ও প্রধান শিক্ষক সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব, মহাসচিব জনাব আশিকুর রহমান আকাশ, সিলেট জোনের প্রধান জনাব খলিলুর রহমান।  ফৌজিয়া আজিজ, সহযোগী অধ্যাপক, এমসি কলেজ। মনোয়ারা বেগম, কর্ণধর সুগন্ধা নার্সারী।

এই আয়োজনে কনভেনর হিসেবে উপস্থিত ছিলেন কনভেনর আবু কাইসার মো. আল-আমিন। কো-কনভেনর নিশাত পানডে, রাহিকুল হক সিদ্দিকী, মো. আবিদুর রহমান আবিদ, মারুফ ইসলাম জিহান, মো. আরিফুল ইসলাম, নাজমুস সাকিব সামি, আরাফাত রহমান চৌধুরী, আবু তানভির মো. নাদের, তাওহীদ ইসলাম এবং আবদুল্লাহ বিন ফাত্তাহ রিফাত। অর্গানাইজার হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আদিল আহনাফ, তামিম বিন সাবুর, আহনাফ কামলা চৌধুরী, আহসানুল হক আদিব,প্রতাশা তালুকদার তনু, রাকিন হুচাইন সালমান। এবং ঢাকা সেন্ট্রাল জোন থেকে উপস্থিত ছিলেন মহাসচিব আশিকুর রহমান আকাশ, মহাপরিচালক, এম আলমগীর আরো উপস্থিত ছিলেন বিলকিস বারী, সোহাগ নাফিস, মো. তাওহীদ হোসেন দীপ্র,ফারুক আহমেদ শুভ, মতিউর রহমান, হাবিবুল্লাহ রনি, তিশা পারভিন এবং ফাহাদ,সাদিকা তাসনিম অর্নিলা।