পদ্মায় জেলের জালে ৪৪ কেজির বাঘাইর, ৪৮ হাজারে বিক্রি

  • স্টাফ করেসপন্ডেন্ট , বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

পদ্মায় জেলের জালে ৪৪ কেজির বাঘাইর/ছবি: সংগৃহীত

পদ্মায় জেলের জালে ৪৪ কেজির বাঘাইর/ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে ৪৪ কেজি ওজনের একটি বাঘাইর মাছ জেলের জালে ধরা পড়েছে। পরে ১১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় শিবালয় উপজেলার আরিচা মাছের আড়তে মাছটি বিক্রি করেছেন জেলে মমিন।

সোমবার (২ ডিসেম্বর) ভোরে হরিরামপুর উপজেলার হরিনাঘাট থেকে আজিমনগর এর মাঝামাঝি পদ্মা নদীতে আব্দুল মমিনের জালে মাছটি ধরা পড়ে।

বিজ্ঞাপন

জেলে আব্দুল মমিন বলেন, আদর আলী, সজল ও আমির হামজা মিলে পদ্মায় জাল ফেলি। ভোর সাড়ে তিনটার দিকে হরিরামপুর উপজেলার হড়িনা ঘাট থেকে আজিমনগর এরিয়ার পদ্মা নদী থেকে আমার জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি ভোরে আরিচা আড়তে নিয়ে যাই। পরে ১১০০ টাকা কেজি দরে বিক্রি করি।

আরিচা ঘাট আড়তদার মামুন মিয়া বলেন, সকালে মমিন নামের এক জেলে পদ্মা থেকে বড় একটি বাঘাইর মাছ ধরে আরিচা আড়তে নিয়ে আসে। আমার পাশের খোলায় (আড়তের বসার জায়গা) মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক পাইকার ঢাকায় নিয়ে গেছে।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, পদ্মা নদীতে আগের মতো পানি থাকেনা। মনুষ্য সৃষ্ট বিভিন্ন কারণে মাছের প্রাকৃতিক পরিবেশ ও আগের মতো নেই। তারপরও এখনো মাঝে মাঝে বড় বড় আইর, পাঙাশ, বাঘাইর ধরা পড়ে।