ফেনীতে যৌথবাহিনীর অভিযানে ভুয়া সেনা সদস্য আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ফেনীর মহিপাল সার্কিট হাউজ রোড এলাকা থেকে মো. নাজমুল হাসান (২৫) নামের এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে শহরের মহিপাল এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক নাজমুল হাসান চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কাটাফুল গ্রামের মো. মিলন আলীর ছেলে। আটক ব্যক্তিকে রাতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট ফাতিন ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সার্কিট হাউজ রোড এলাকায় সেনা পোশাকে এক ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে সার্কিট হাউজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে সে পোশাক, কমবেট টাওজার, কমবেট ক্যাপ, সেনা পোশাক পরিহিত ৩টি পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সম্মলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন পত্র, নাগরিকত্ব সনদ, সেনাবাহিনীর প্রচ্ছদের ছবি লাগানো মোবাইল, সিম কার্ড পাওয়া যায়।

বিজ্ঞাপন

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা জানান, আটক ব্যক্তি থানা হাজতে আছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।