ময়মনসিংহে জামালপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ 
  • |
  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহে জামালপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহে জামালপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহ জংশন আউটার এলাকায় জামালপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন আউটার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ রেলওয়ে জংশন থানার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি সকাল ৮ টার দিকে ময়মনসিংহ জংশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে ট্রেনটি আউটার এলাকায় পৌঁছলে পেছনের একটি বগিটি লাইনচ্যুত হয়। এতে দুই নম্বর লাইনটি বন্ধ হয়ে যায়। অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ রেলওয়ে জংশন থানার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন আরও বলেন, উদ্ধার অভিযান চলছে আশা করছি স্বল্প সময়ের মধ্যে ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।