জামালপুরে ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাক্টরের চাপায় রিনা বেগম (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা হাতিভাঙা ইউনিয়নের হাক্কিরমোড় এলাকার (দেওয়ানগঞ্জ-রাজিবপুর মহসড়কে) এ দুর্ঘটনা ঘটে। নিহত রিনা বেগম পাররামরামপুর ইউনিয়নের বক্করের বাজার এলাকার সুজন মিয়ার স্ত্রী।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বার্তা২৪.কম-কে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী আলাল নামের এক পথচারী জানান, দেওয়ানগঞ্জের খালার বাড়ির থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে দিয়ে স্বামী সুজন মিয়ার সাথে বাড়ি ফিরছিলেন তিনি।

বাড়ির কাছাকাছি হাতিভাঙা ইউনিয়নের হাক্কিরমোড় এলাকার (দেওয়ানগঞ্জ-রাজিবপুর মহসড়কে) পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগামী একটি বালুবাহী ট্রাক্টর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান স্ত্রী রিনা বেগম।

পরে ট্রাক্টরটির চাকা রিনা বেগমের মাথার ওপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক্টরচালক এসময় গাড়িটি ফেলে পালিয়ে যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বার্তা২৪.কম-কে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।