নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৮ যাত্রী।

রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন জানান, সকালে ঢাকামুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

তিনি জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পু‌লিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকব‌লিত বাস উদ্ধার করেছে। আহতদের চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গুরুতর আহত দুজনকে ঢাকা মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন