রংপুরে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় রংপুরেও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাতের প্রথম প্রহরেই শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শুরু হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বারোটা এক মিনিটে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাংবাদিক সংগঠন প্রেস ক্লাব রংপুর,রিপোর্টার্স ক্লাস,রংপুর, রাজনৈতিক দল,ও মুক্তি চেতনা মানুষজন। সুষ্ঠু ও শৃঙ্খলা বজায় রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন

সূর্যোদয়ের সাথে সাথে জেলা ও উপজেলায় একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হবে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ ডিআইজি,পুলিশ কমিশনারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

এ উপলক্ষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সার্বক্ষণিক তদারকিতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন