বাসচাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সাভারে সড়ক অবরোধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

সাভারে সড়ক অবরোধ

সাভারে সড়ক অবরোধ

সাভারে সড়ক দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র- সিআরপির নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র প্রত্যয় কুমার সরকার নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কটির উভয় লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এর আগে, গত শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা পয়েন্টে ঠিকানা পরিবহনের বাসচাপায় নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

নিহত প্রত্যয় সরকার সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার জনাতন সরকারের ছেলে।

বিজ্ঞাপন

নার্সিং ছাত্র সমাজের ব্যানারে সোমবার সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মত বিক্ষোভে নামে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলায় অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল।

এসময় জড়িত বাস চালক ও হেলপারের গ্রেফতারসহ সড়ক শৃঙ্খলায় ছয় দফা দাবি জানান তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।