হেলিকপ্টারে লালমনিরহাট পৌঁছেছেন আজহারী, মানুষের ঢল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

হেলিকপ্টারে লালমনিরহাট পৌঁছেছেন আজহারী

হেলিকপ্টারে লালমনিরহাট পৌঁছেছেন আজহারী

ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে মাহফিলে যোগ দিতে লালমনিরহাটে পৌঁছেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আলোচক ড. মিজানুর। এ সময় তাকে একনজর দেখতে মানুষের ঢল নামে ওই এলাকায়।

শনিবার ( ১৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শেখ শফি উদ্দিন কমার্স কলেজ মাঠে হেলিকপ্টারে পৌঁছেছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে সকাল থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন স্থানীয় ইসলামী আলোচকরা। এছাড়া স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা বক্তব্য রাখেন। এই মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রংপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এ সময় আরও উপস্থিত ছিলেন- লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত তদন্ত ওসি বাদল কুমার বলেন, জনপ্রিয় ইসলামি বক্তা আজহারী হুজুর হেলিকপ্টারে করে লালমনিরহাটে পৌঁছেছেন। নিরাপত্তায় যৌথ বাহিনী কাজ করছে।

বিজ্ঞাপন

এছাড়াও পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তার চাদরে পুরো জেলা শহর ঢেকে দেওয়া হয়েছে। প্রায় পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী টহল অব্যাহত রেখেছেন। আমরা আশা রাখছি কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এই মাহফিল সম্পূর্ণ হবে। তাছাড়া স্বেচ্ছাসেবী হিসাবে যারা দায়িত্বে রয়েছেন তারাও আন্তরিকতার সঙ্গে কাজ করছে।