আরব বসন্তের পর জুলাই বিপ্লব সবচেয়ে বড় গণআন্দোলন: প্রেস সচিব

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘আরব বসন্তের পর তার মতে সবচেয়ে সাড়া জাগানোর মতো গণআন্দোলন হলো জুলাই বিপ্লব’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৮ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) কতৃক আয়োজিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আরব বসন্তের যেমন প্রধান উদ্দেশ্য ছিলো দীর্ঘদিনের একনায়কতন্ত্রীক শাসন, সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গনজনমত সৃষ্টি করা ঠিক তেমনি জুলাই বিপ্লব সেভাবেই গণআন্দোলনের সৃষ্টি করে যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আমার মতে আরব বসন্তের পরে এতো বড়ো গণআন্দোলনের সাক্ষী আমাদের বাংলাদেশ।

তিনি জুলাই বিপ্লবের শহীদ হওয়া ছাত্রদের উদ্দেশ্য বলেন, তারা বীর তাদের জন্য আজ আমরা স্বাধীন দেশে মুক্ত ভাবে শ্বাস নিতে পারছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ দূর্গ গড়ে তুলতে পেরেছি। তাদের প্রতি আমাদের সম্মান রাখতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের অবস্থিত বিভিন্ন স্থাপনা এবং হলের নাম স্বৈরাচারের নামে না রেখে শহীদ বীরদের নামে রাখলে আমাদের ইতিহাস আমাদের পরের প্রজন্মও জানতে পারবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, যে যে রাজনৈতিক সংগঠন আছে তারা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা এবং সমালোচনা করবে কারণ আমাদের জানতে হবে আমরা কেমন দেশ পেতে যাচ্ছি এজন্য অবশ্যই আমাদের জানতে হবে দেশের অবস্থা। একটা ভঙ্গুর দেশ থেকে দেশটাকে সুগঠিত করতে অবশ্যই সবার এগিয়ে আসতে হবে।

সেমিনারটির সভাপতিত্ব করেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ রশিদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম এয়াকুব আলী, প্রফেসর ড. মোহাম্মদ জাহাংগীর আলম-সহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।