বগুড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

বগুড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

বগুড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে দুলাভাই ও শ্যালক।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- বগুড়া শহরের গোয়ালগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) এবং জয়পুরপাড়া এলাকার বাবুল ইসলাম (৫৭)। তাদের ইঞ্জিনিয়ার ফার্ম এবং বেকারির ব্যবসা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কুন্দারহাটের ওসি মনোয়ারুজ্জামান।

বিজ্ঞাপন

পুলিশের এই কর্মকর্তা জানান, বিকেলে প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২০-৫৪৮৩) যোগে বগুড়ার দিকে ফিরছিলেন নজরুল ইসলাম এবং বাবুল ইসলাম। এসময় গোকুল বাজার এলাকায় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।