শেষের রোমাঞ্চে সিলেটকে হারাল শাকিব খানের ঢাকা
অধিনায়ক আরিফুল হক ও জাকের আলি জেতাতে পারলেন না তাদের দলকে। শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেট স্টাইকার্সকে ৬ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। শেষ দুই ওভারে জয়ের জন্য ৪০ রান দরকার ছিল সিলেটের। তবে ৩৩ এর বেশি করতে পারেননি সিলেটের ব্যাটাররা। শেষের রোমাঞ্চে আসরের দ্বিতীয় জয় তুলে নিলো চিত্র নায়ক শাকিব খানের ঢাকা।
ইনিংসের মাঝপথে সিলেটের যে লক্ষ্যের এত কাছে চলে যাবে এটা ছিল অকল্পনীয়। তবে সব সমীকরণ বদলে দিয়েছিলেন জাকের ও আরিফুল। জাকেরের ১৩ বলে ২৮ ও আরিফুলের ১৩ বলে ২৯ এ ভর করে ১৯০ রান তোলে সিলেট। এর আগে ওপেনার রনি তালুকদার খেলেন ৬৮ রানের ইনিংস। শেষে সামিউল্লাহ সিনওয়ারির ৪ বলে ১২ রানেও জয় আসেনি আরিফুলের দলের।
এর আগে চট্টগ্রামের মাঠে আজ সোমবার দুপুরে ১৪ ওভারে মাত্র ১০০ রান তুলতে পারা ঢাকা ক্যাপিটালস ইনিংস শেষ করে ২০ ওভারে ১৯৬ রান করে। লিটন কুমার দাস ও অধিনায়ক থিসারা পেরেরা ঝড়ে শেষ ৬ ওভারে ঢাকা রান তুলেছে ৯৬। আর তাতেই সিলেট স্ট্রাইকার্সের সামনে ১৯৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় চিত্রনায়ক শাকিব খানের দল।
এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। তানজিদ হাসান তামিম ও লিটন দাসে ভর করে শুরুটাও করেছিল দারুণ। তামিম ২২ রান করে ফিরলেও প্রথম পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারিয়ে ৫৩ রান করে ঢাকা। এরপরেই সামিউল্লাহ সিনওয়ারির জোড়া আঘাতে পথ হারায় ঢাকা।
সাব্বির রহমানকে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন। তবে ১০৪ রানের মাথায় ব্যাক্তিগত ২৪ রানে সাব্বিরের বিদায়ে চাপে পড়ে ঢাকা। কিন্তু সেখান থেকেই শুরু হয় লিটন আর পেরেরার ব্যাটিং ঝড়। ৩৮ বলে অর্ধশতক করা লিটন ফেরেন ৪৮ বলে ৭০ করে। থিসারা পেরেরার ব্যাট থেকে আসে ১৭ বলে ৩৭ রানের দুর্দান্ত ইনিংস।
এই জয়ে ৯ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সিলেটকে টপকে পয়েন্ট টেবিলের ৬ এ উঠে এসেছে ঢাকা। আর এক ম্যাচ কম খেলে সমান সংখ্যাক জয় নিয়ে টেবিলের ৭ এ নেমে গেছে সিলেট স্ট্রাইকার্স।