সন্ধ্যে থেকে খবর উস্তাদ জাকির হুসেনের মৃত্যু হয়েছে। শোকের ছায়া চারিদিকে। তারকারা একে একে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। তবে জানা গেলো তিনি নাকি মারা যাননি। ভর্তি আছেন আইসিইউতে।
তিনি মারা জাননি বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে দাবি করেছেন তাঁর বোন খুরশিদ।
জানা গেছে, ৭৩ বছর বয়সী এই মার্কিন সংগীতশিল্পীর রক্তচাপের সমস্যা ছিল। গত সপ্তাহ থেকে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
এর আগে, তবলা বাদক জাকির হুসেন হৃদযন্ত্রের সমস্যা নিয়ে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তার বন্ধু তথা বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া।