শাকিব খানের পর কাতারে পরীমণি!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পরীমণি ও শাকিব খান । ছবি: শেখ সাদী

পরীমণি ও শাকিব খান । ছবি: শেখ সাদী

ঢাকাই সিনেমার বাজার বেশ মন্দা। তাই নতুন সিনেমার খবরও সেভাবে নেই। তারকাদের হাতেও নতুন সিনেমা আসছে না বললেই চলে। আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণিও দীর্ঘদিন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে পারছেন না।

তাই জীবিকা নির্বাহের জন্য ব্র্যান্ড ইমেজকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। সঙ্গে চলছে ফেসবুক কনটেন্ট আপলোড। নিয়মিত ফেসবুকে ভিডিও প্রকাশ করেন এই নায়িকা। বিপুল সংখ্যক (দেড় কোটির বেশি) ফলোয়ারসমৃদ্ধ নিজের ফেসবুক পেজে পরী আজও আপলোড দিয়েছেন তার মেয়ের একটি আদুরে ভিডিও। তাতে এরইমধ্যে প্রায় দুই মিলিয়ন ভিউজ হয়ে গেছে।

বিজ্ঞাপন
ঢাকার একটি ইভেন্টে পরীমণি ও শাকিব খান । ছবি: শেখ সাদী

ব্যান্ড প্রমোশনের পাশাপাশি তারকারা স্টেজ শোতেও মন দিয়েছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন ধরনের অনুষ্ঠানে। যেমন, সম্প্রতি কাতারের একটি অনুষ্ঠানে দেখা যায় সুপারস্টার শাকিব খানকে। একই অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।

পরীমণি

শাকিব খানের পর এবার পরীমণি যাচ্ছেন দেশের বাইরে পারফর্ম করতে, তাও আবার সেই একই দেশে। এ নিয়ে একটু আগেই নিজের ফেসবুকে পরী লিখেছেন, ‘আগামী ২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার, আমি আসছি এশিয়ান টাউন এম্ফিথিয়েটার, দোহা, কাতারে। হ্যালো সুপারস্টার-এর আয়োজনে বাংলাদেশ দূতাবাস, কাতারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশী রমিটেন্স যোদ্ধাদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দি গ্র্যান্ড কালচারাল শো’ হতে যাচ্ছে। এই শোতে আমার সাথে দেশ ও বিদেশের আরও একঝাঁক নামি তারকারা থাকছেন। এই ‘গ্র্যান্ড কালচারাল শো’তে কাতারে অবস্থানরত সবার আমন্ত্রণ রইল।’

বিজ্ঞাপন
পরীমণি