বিনোদন অঙ্গনে বিজয় দিবস

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-16 17:30:18

১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উপলক্ষ্যে সারাদেশে আয়োজিত হচ্ছে নানা উৎসব। সাধারণ মানুষ ১৯৭১ সালে শহীদ হওয়া যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগে পাওয়া এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক আমরা। সেই মুক্তির আনন্দ উদযাপনে সংস্কৃতিকর্মীরা বিভিন্ন আয়োজনে বিজয় উৎসবের সঙ্গে যুক্ত হয়েছেন। আজ এই বিজয়ের উল্লাসে মেতে উঠেছেন তারকারাও।

সোমবার স্বাধীনতার ৫৩ বছর পূর্তি উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর তারকারা বিজয় শুভেচ্ছা জানিয়েছেন। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভক্তদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান। ‍কিছু তারকাদের বিজয় শুভেচ্ছা তুলে ধরা হলো-

শাকিব খান/ ছবি:সংগৃহীত

ঢালিউড কিং শাকিব খান মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন শাকিব খান। কপালে পতাকা বেঁধে হাতে জাতীয় পতাকা নিয়ে বিজয় উল্লাসে উচ্ছ্বসিত শাকিবকে দেখা যায়। ছবির একপাশে লেখা, ‘১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস এর শুভেচ্ছা।’ ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন,‘ সবাইকে মহান বিজয় দিবস-এর শুভেচ্ছা।’

বহু প্রতিভার অধিকারিণী মেহের আফরোজ শাওন গতকাল (১৫ ডিসেম্বর) রাতে বিজয় দিবসের প্রাক্কালে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটি শেয়ার করেন। গানটির ইউটিউবের লিংকের ক্যাপশনে শাওন লেখেন,‘আর দেরি নয় উড়াও নিশান। রক্তে বাজুক প্রলয়েরও বিষাণ। বিদ্যুৎ গতি হোক অভিযান। ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল, শত্রু জাল— পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল! বাংলাদেশের বিজয়ের মাস ডিসেম্বরের শুভেচ্ছা ‘

ঢাকাই নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব একটি পোস্ট শেয়ার করেন বিজয় দিবসে। তিনি লেখেন, ‘আমার বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার পরিচয়, আমার অহংকার। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার আসন্ন সিনেমার টিজার প্রকাশ করে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত জয়া অভিনীত সিনেমা,‘নকশী কাঁথার জমিন’ প্রকাশ পাবে ২৭ ডিসেম্বর।

ছেলে জয়ের ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস/ ছবি:সংগৃহীত

অভিনেত্রী অপু বিশ্বাস নিজের কোনো ছবি প্রকাশ না করলেও জাতীয় পতাকা হাতে ছেলে জয়ের ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেন,‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ৷ যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ৷ প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক বিজয়ের চেতনা।’

অভিনেতা সৈয়দ জামান শাওন লিখেছেন,‘ কেও এসে দেশ টা ঠিক করে দেবে!!! সেই আশায় বসে না থেকে, যার যার জায়গা থেকে সততা ও সর্বোচ্চ প্রচেষ্টা' ই হোক আমাদের নতুন বাংলাদেশ গড়ার মূলমন্ত্র! মহান বিজয় দিবসের শুভেচ্ছা!’

মহানগরখ্যাত পরিচালক আশফাক নিপুণ তার পোস্টে লেখেন,‘‘লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না ‘ ৩০ লক্ষ শহীদদের মন থেকে শ্রদ্ধা এবং ভালবাসা বাংলাদেশিদের জীবনের সবচেয়ে বড় বিজয় এনে দেয়ার জন্য। আমরা তোমাদের ভুলব না ‘

অভিনেত্রী রুনা খান লাল-সবুজ পতাকার পাশে তার একটি পুরানো ছবি শেয়ার করে লিখেছেন,‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি…’

ছেলে বীরর সঙ্গে  শবনম বুবলী  / ছবি:সংগৃহীত

অভিনেত্রী শবনম বুবলী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে একটি রিলস আপলোড করেন। সেখানে ছেলে বীরের সঙ্গে লাল-সবুজ রঙের পোশাক পরেছেন। হাতে পতাকা নিয়ে আর মাথায় জাতীয় পতাকা বেঁধে ছেলের সঙ্গে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বুবলী। রিলে বাজছে,‘ ও আমার বাংলা মা তোর’ গানটি। এছাড়াও কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি।    

বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্না একটি প্রতীকী ছবি শেয়ার করেছেন। তার ক্যাপশনে লেখেন,‘ আমাদের বাংলাদেশ, ভালোবাসি বাংলাদেশ, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ।’

এই বছরের বিজয় দিবস অন্যান্য বছরের চেয়ে কিছুটা হলেও ভিন্ন। তাই বিজয় দিবসের আয়োজনেও কিছুটা ব্যতিক্রম নজরে পরে।

Related News