বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে টাঙ্গাইলে কনসার্ট

  বন্যা পরিস্থিতি
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

বন্যার্তদের সহায়তার জন্য টাঙ্গাইলে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহীদ মিনারে বিনা পারিশ্রমিকে এ কনসার্টের আয়োজন করে বিভিন্ন ব্যান্ড। এ সময় বন্যাদুর্গতদের জন্য নগদ টাকা, ওষুধ এবং শুকনো খাবার সংগ্রহ করা হয়।

আয়োজকরা জানায়, দেশের অনেক জেলা বন্যাকবলিত। একদিকে ডুবছে ঘর, অন্যদিকে ভাসছে মানুষজন। উৎকণ্ঠায় দেশের মানুষ। এ পরিস্থতিতে টাঙ্গাইলের শিল্পীরা বন্যার্তদের সহায়তায় বিনা পারিশ্রমিকে কনসার্টের আয়োজন করে। এতে প্রায় বিভিন্ন সংগঠন অংশ নেয়। কনসার্টের পাশাপাশি বন্যাদুর্গতদের জন্য অর্থ, ওষুধ এবং শুকনো খাবার সংগ্রহ করা হয়।

বিজ্ঞাপন

এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ কনসার্ট উপভোগ করেন।