কোম্পানীগঞ্জে পানির চাপে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর

  বন্যা পরিস্থিতি
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

নোয়াখালীতে পানির চাপে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর, ছবি: সংগৃহীত

নোয়াখালীতে পানির চাপে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর, ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উজানের পানির তীব্র চাপে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং চলমান বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৪ আগস্ট নোয়াখালীর বন্যার পানি নামাতে কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটরের তিন মিটার বাই তিন মিটার আয়তনের ২৩টি গেটের সবগুলো গেট খুলে দেওয়া হয়। ফলে কোম্পানীগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়। কিন্তু মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎকণ্ঠা দেখা গেছে।

মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, বালু উত্তোলনের ফলে আজ মুছাপুর রেগুলেটর ভেঙে তলিয়ে গেছে। এতে আমরা সবাই আতঙ্কে আছি।

বিজ্ঞাপন