বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: গণশিক্ষা উপদেষ্টা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

শুক্রবার (১১ অক্টোবর) সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়ে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন ধর্মের লোক শান্তিপূর্ণভাবে, সৌহার্দ্যের সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করে আসছি।

দুষ্কৃতকারীদের কারণে কিছুটা আশঙ্কা ছিলো জানিয়ে এই উপদেষ্টা বলেন, এটা সত্যিই, আমাদের মধ্যে কিছু দুষ্কৃতকারী রয়েছে যারা বিভিন্ন সময় কিছু সমস্যা সৃষ্টি করে। ফলে একটা আশঙ্কার বিষয় ছিলো, এইবার পূজাটি শান্তিপূর্ণভাবে পালন হবে কি না। কিন্তু বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক সমাজে বিশ্বাস করে।

ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিষয় উল্লেখ করে বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, রাষ্ট্র কারো ধর্ম পালনে হস্তক্ষেপ করে না। রাষ্ট্র সবার জন্য। রাষ্ট্রের চোখে সকল নাগরিকই সমান।

তিনি বলেন, রাষ্ট্র পূজার দায়িত্ব নিয়োজিত রয়েছে। আপনারা সবাই সম্প্রীতি ধরে রাখুন। আমরা যদি আমাদের সম্প্রীতি সংহতি ধরে রাখি তাহলে কখনোই দুষ্কৃতকারীরা উদ্দেশ্য হাসিল করতে পারবে না।