কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসে ট্রাকের ধাক্কা
চট্টগ্রামে পিলারবাহী ট্রাকের ধাক্কায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বেলা দেড়টার দিকে নগরীর কালুরঘাটের জানআলীহাট স্টেশনের প্রবেশমুখে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি না হলেও প্রায় আধঘণ্টা ট্রেনটির ইঞ্জিন বন্ধ ছিল। পরে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় সেটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস জানআলীহাট স্টেশন ঢোকার আগে নালার কাজে ব্যবহৃত পিলারবাহী একটি ট্রাক পেছনের দিকে চলে এসে রেললাইনে ওঠে পড়ে। এ সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। এতে লোকোমোটিভ-৩০২৩ এর ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।
তবে চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান জানিয়েছেন, হঠাৎ করে ট্রাকটি পেছনে চলে আসায় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। তেমন বড় ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইঞ্জিন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণে ট্রেনটি ২৭ মিনিট দাড়িয়ে ছিল। দোহাজারী স্টেশনে পৌঁছার পর ইঞ্জিন বদলানো হবে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ইঞ্জিন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে।