কুষ্টিয়ায় গড়াই তীরের মাটি কাটার অপরাধে ৪ জনের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

মাটি কাটার অপরাধে ৪ জনের কারাদণ্ড/ছবি: সংগৃহীত

মাটি কাটার অপরাধে ৪ জনের কারাদণ্ড/ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর তীরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় নদীর তীর থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।

দণ্ডপ্রাপ্তরা হলেন—খোকসা উপজেলার ওসমানপুর এলাকার ওহাবের ছেলে শাজাহান (৩২), সোলাইমানের ছেলে সোহেল রানা (৩১), বাবু শেখের ছেলে মিজানুর রহমান (৩০) এবং কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের হাঁসদিয়া এলাকার হযরত আলীর ছেলে আবু বক্কর (৪৩)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ২৯ নভেম্বর থেকে স্থানীয় প্রভাবশালী আজিজল, মিঠু, মিজান, মামুন, কালাম মেম্বররা গড়াই নদী থেকে ব্যক্তিমালিকানাধীন ও সরকারি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন। এতে নদীর পাড় ও কৃষি জমি হুমকির মুখে পড়ছে এবং গ্রামীণ সড়ক ভেঙে পড়ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, গড়াই নদীর তীরে ব্যক্তিমালিকানাধীন জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে শাজাহান ও আবু বক্করকে ১০ দিনের এবং সোহেল রানা ও মিজানুর রহমানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন থানা পুলিশ।