ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হেলেনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মৃত হেলেনা বেগম নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের নেটিরকান্দা গ্রামের আব্দুল হাদীর মেয়ে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকালপার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হেলেনা বেগম সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে আজ মঙ্গলবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় হেলেনা বেগম মারা যায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হাসপাতালে মোট ডেঙ্গু আক্রান্ত ২০ জন রোগী চিকিৎসাধীন আছেন। এরমাঝে পুরুষ ১২ জন, নারী ৬ জন ও দুই জন শিশু চিকিৎসাধীন আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন ভর্তি হয়েছেন।