চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্ত২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেফতার হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামী চাঁপাইনবাবগঞ্জের মুন্সিপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে শয়ন আলী (২৯)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ (৭ জানুয়ারী) মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ২০ পিস ইয়াবা উদ্ধারসহ শয়ন'কে গ্রেফতার করা হয়। শয়ন পেশাদার মাদক ব্যবসায়ী এবং একাধিক মাদক মামলার আসামী। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।