লেভান্ডভস্কির জোড়া গোলে বিশাল জয় বার্সার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে বার্সেলোনা মোনাকোর কাছে হেরে বসেছিল। তবে ঘরের মাঠে সে হতাশাটা পেছনে ফেলেছে দলটা। রবার্ট লেভান্ডভস্কির জোড়া গোলে ৫-০ ব্যবধানে দলটা হারিয়েছে ইয়াং বয়েজকে। 

এস্তাদি লুইস কম্পানিসে বার্সেলোনা ৮ মিনিট পরই এগিয়ে যায়। রাফিনিয়ার বাড়ানো বলটা অতি সহজেই জালে জড়ান লেভান্ডভস্কি। রাফিনিয়া নিজেই এরপর গোল করেন। পেদ্রির শট ব্লক হওয়ার পর ফিরতি বলটা জালে পাঠান বার্সা অধিনায়ক।  

বিজ্ঞাপন

তিন মিনিট বাদে আরও এক গোল পেয়ে যায় দলটা। পেদ্রির নিখুঁত ফ্রি কিক থেকে মাথা ছুঁইয়ে গোলের দেখা পেয়ে যান ইনিগো মার্তিনেজ। 

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে গিয়ে আরও এক গোল পায় বার্সা। রাফিনিয়ার নেওয়া কর্নার থেকে বল গিয়ে পড়ে ইনিগোর মাথায়। সেখান থেকে তিনি গোলমুখের সামনে থাকা লেভান্ডভস্কিকে স্কয়ার করে দেন, নিচু এক হেডারে বলটা জালে জড়িয়ে দ্বিতীয় গোল পেয়ে যান লেভা।  

বিজ্ঞাপন

সফরকারীরা শুরু থেকেই ম্যাচে কোণঠাসা ছিল। দলটা গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল ঘণ্টার কাটা পেরোনোর পর। জোয়েল মন্তেইরোর শট ক্রসবারে প্রতিহত হয়ে ফিরে আসে। 

দলটার দুর্দশার ষোলোকলা পূর্ণ হয় ম্যাচের ৮১ মিনিটে। আলেহান্দ্রো বালদের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে মোহামেদ আলি কামারা বল জড়িয়ে দেন নিজেদের জালেই। 

বার্সার জালে ইয়াং বয়েজ একবার বল জড়িয়েছিল। ৯০ মিনিটে মন্তেইরোর সে চেষ্টা গোলে রূপ পায়নি শেষমেশ। ভিএআর পরীক্ষা অফসাইডে বাতিল হয় গোলটা। তাই বার্সেলোনা ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।