অনন্য রেকর্ডে নতুন উচ্চতায় তিলক ভার্মা
৭৮ রানেই নেই ৫ উইকেট!উইকেটের একপ্রান্ত থেকে সতীর্থদের আসা যাওয়ার মিছিল দেখছিলেন তিলক ভার্মা।প্রথম ম্যাচ হেরে পিছিয়ে যাওয়া ইংল্যান্ড যখন জয়ের স্বপ্ন দেখছিল, তিলক তখন মাটি কামড়ে আঁকড়ে ছিলেন উইকেট। আর তাতেই হারা ম্যাচ নিজেদের করে নিয়েছে স্বাগতিক ভারত।
শনিবার রাতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৬৫ রান করে ইংল্যান্ড। ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিলক ভার্মার দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত।
তবে তিলক যে কেবল ভারতকে জিতেয়েছেন তা নয়,জিতিয়েছেন নিজেকেও। নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চ্যাপম্যানকে পিছনে ফেলে রেকর্ড করেছেন এই ব্যাটার। টানা অপরাজিত থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কিউই ব্যাটারের করা ২৭১ রানকে পিছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিলক।
এর আগেও তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইনিংসেও অপরাজিত ছিলেন তিলক। এই তিন ইনিংসে তিলকের রান ছিল মোট ২৪০(১৯*,১২০*,১০৭*)। চ্যাপম্যানকে ছাড়াতে তিলকের এই ইনিংসে করতে হতো ৩২ রান। তবে তিনি করেছেন ৫৫ বলে অপরাজিত ৭২ রান। আর তাতেই টি-টোয়েন্টিতে অপরাজিত থেকে সর্বোচ্চ রানকে সকলের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছেন তিলক। তিলকের টি-টোয়েন্টিতে অপরাজিত থেকে বর্তমান রান ৩১৮।
টানা অপরাজিত থেকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান
খেলোয়াড় |
রান |
১.তিলক ভার্মা(ভারত) |
৩১৮ |
২.মার্ক চ্যাপম্যান(নিউজিল্যান্ড) |
২৭১ |
৩. শ্রেয়াস আইয়ার(ভারত) |
২৪০ |
৪. অ্যারন ফিঞ্চ(অস্ট্রেলিয়া) |
২৪০ |
৫.ডেভিডওয়ার্নার(অস্ট্রেলিয়া) |
২৩৯ |