নরসিংদীর পলাশে ৫ কৃষকের শিমক্ষেত কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নরসিংদীর পলাশে ৫ কৃষকের জমির শিম ক্ষেত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক বেলায়েত হোসেন জানান, শনিবার দিবাগত রাতের অন্ধকারে ইছাখালী গ্রামের আলতাফ হোসেন, আবুল কাশেম শাহজালাল ও মোস্তফা সহ পাঁচজন কৃষকের প্রায় তিন বিঘা জমির শিম খেত কে বা কারা কেটে ফেলেছে৷

বিজ্ঞাপন

রোববার (১৫ ডিসেম্বর) সকালে জমিতে এসে কৃষকরা এ অবস্থা দেখে হতাশ হয়ে পরেন।

ক্ষতিগ্রস্ত কৃষকরা আরও জানান, অনেক ধার দেনা করে এবং বাকিতে সার ও কীটনাশক এনে জমিতে ব্যবহার করা হয়। আর এভাবে রাতের আধারে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হলে একদিকে কৃষকরা পথে বসবে, অন্যদিকে বাজারে সবজির তীব্র সংকট দেখা দিবে। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন কৃষকরা।

বিজ্ঞাপন

এই ঘটনায় পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাংবাদিকদের জানান, কৃষকরা অনেকেই ধার-দেনা করে ও বাকিতে নিয়ে জমিতে খাবার দিচ্ছে। কৃষকরা জমির ফসল করে তা বাজারে বিক্রি করে সেই ধার-দেনা পরিশোধ করে থাকে। কিন্তু একের পর এক কৃষকের জমি এভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে একদিকে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে বাজারেও সবজির চাহিদা দেখা দেবে তাই এর প্রতিকার প্রয়োজন।