'পাতি-হাইব্রিড নেতা' বলা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

‘পাতি নেতা, হাইব্রিড নেতা’ বলাকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে৷ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা শহরের চন্ডিবের হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সফিকুল ইসলাম (৪২), তার ছেলে রাতুল (২৭), সাবেক কাউন্সিলর বিএনপির নেতা আনার মিয়ার পক্ষের জসিম মিয়াসহ (৩৫) পাঁচজন। এদের মধ্য দুজনকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরের দিকে চন্ডিবের এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়। এ সময় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আক্তার মিয়ার পক্ষের লোকজন ও সাবেক সভাপতি আকবর মিয়ার ছেলে ওয়ার্ড যুবদল নেতা সফিকুল ইসলামের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সফিকুল ইসলামকে ‘হাইব্রিড’ পাতি নেতা বলে স্লোগান দিলে সংঘর্ষে বেধে যায়।