ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ছয় রুটে ব্যাটার চালিত অটো রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট করছে ব্যাটারী চালিত অটোরিকশা চালক ও মালিক সমিতি।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ছয়টা থেকে এই ধর্মঘট কর্মসূচি পালন করছে তারা।
দাবি আদায়ে রোববার (২৬ জানুয়ারি) আধা বেলা অটোরিকশা বন্ধ করে রেখে কোন সারা না পেয়ে জন দূর্ভোগ বাড়াতে আজ সকাল থেকে জোরপূর্বক ভাবে মোটা ও চিকন চাকার অটো রিকশা চলাচল বন্ধ করে দেয়ে চালক ও মালিক সমিতি।
শহরে অটো চলাচল বন্ধে সাময়িক ভোগান্তিতে পড়লেও যাত্রীরা বলছেন দুর্ঘটনা ও যানজট দূর করতে প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিকল্প হিসেবে টাউন সার্ভিস বা বিআরটিসি বাস চালু করলে যাত্রীদের দূর্ভোগ দূর হবে।
জয় ঘোষ নামে এক যাত্রী জানান, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরের বসবাসকারীরা জিম্মি ছিলো অটোচালকদের কাছে। নিজেদের খেয়াল খুশি মত আদায় করত বাড়তি ভাড়া। আজ শহরে নেই অটো রিকশা। সেই সাথে নেই যানজট। চলাচলে যানবাহনের সংকট থাকলেও শহরকে দেখতে সুন্দর লাগছে।
চরপাড়া থাকা ফাহমিদা সায়মা জানান, দূর্ঘটনা আর যানজটের ভয়ংকর বাহন এই অটোরিকশা। তাদের বেপরোয়া চলাচলে প্রতিদিন ঘটে দুর্ঘটনা। তাদের কারনে সবসময় থাকে যানজট। এতে ১০ মিনিটের পথ যেতে হয় ১ ঘন্টায়। আজ অটো বন্ধ থাকায় শহরটাও দেখতে সুন্দর লাগছে।
নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী জানান, এখন সময় ময়মনসিংহ শহরে টাউন সার্ভিস বা বিআরটিসি বাস সার্ভিস। এতে যেমন কমবে দুর্ঘটনা, তেমনি কমবে যানজট। এর জন্য সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনকে উদ্যােগ নিতে হবে। শহরে অটো চলাচল বন্ধের সিদ্ধান্ত সঠিক নিয়েছে প্রশাসন।
ব্যাটারী চালিত অটোরিকশা চালক ও মালিক সমিতির নেতৃবৃন্দরা জানান, যতক্ষন তাদের দাবি আদায় করা না হবে ততক্ষন সকল অটোরিকশা বন্ধ থাকবে।
এদিকে শহরের যেকোন বিশৃঙ্খলা ঠেকাতে সড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী টহলরত রয়েছে।