টি-টোয়েন্টিতে অধিনায়ক লিটন, দলে নতুন মুখ রিপন মন্ডল

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পেস বোলার রিপন মন্ডল

পেস বোলার রিপন মন্ডল

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজে এই উইকেটকিপার কাম ব্যাটার নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন। ইনজুরির কারণে নাজমুল এবারের ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করেছেন। লিটন দাস এর আগেও জাতীয় দলে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।

এই সিরিজে ১৫ সদস্যের বাংলাদেশ দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পেস বোলার রিপন মন্ডল। টি-টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার, শামীম পাটোয়ারী ও আফিফ হোসেন। 

বিজ্ঞাপন

সিরিজের তিনটি ম্যাচই হবে সেইন্ট ভিনসেন্টের কিংসটাউনে। সিরিজের এই তিনটি ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।

বিজ্ঞাপন